চট্টগ্রাম শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

পেকুয়ার ওয়াসিমের নামাজে জানাজায় মানুষের ঢল

পেকুয়া সংবাদদাতা

১৭ জুলাই, ২০২৪ | ১:৩২ অপরাহ্ণ

চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনে নিহত ওয়াসিম আকরামের নামাজে জানাজা গ্রামের বাড়ি কক্সবাজারের পেকুয়ায় সকাল ১১টায় মেহেরনামা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

 

নামাজে জানাজায় বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় হাজার হাজার লোকজন অংশ নেন। বিশাল আয়তনের উচ্চ বিদ্যালয় মাঠ লোকে লোকারণ্য হয়ে আশপাশের সড়কেও দূর-দূরান্ত থেকে আগত মানুষ নামাজে জানাজায় অংশ নেয়ার জন্য অবস্থান নেন।

 

নামাজে জানাজায় উপস্থিত হয়ে পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়াত আজিজ রাজু বলেন, কোটা সংস্কার আন্দোলন একটি যৌক্তিক আন্দোলন। এই আন্দোলন করতে গিয়ে আমাদের ভাই ওয়াসিম আকরামকে হারালাম। আমরা চাই না আমাদের আর কোন ভাইয়ের এভাবে করুণ মৃত্যু হোক। এ হত্যার সুষ্ঠু বিচার চাই।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট