চট্টগ্রাম শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

ওয়াসিম হত্যার প্রতিবাদে পেকুয়া ছাত্রদলের বিক্ষোভ

পেকুয়া সংবাদদাতা

১৬ জুলাই, ২০২৪ | ১১:৪০ অপরাহ্ণ

চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনে নিহত ওয়াসিম হত্যার প্রতিবাদে কক্সবাজারের পেকুয়ায় বিক্ষোভ মিছিল করেছে পেকুয়া উপজেলা ছাত্রদল।

 

মঙ্গলবার (১৬ জুলাই) রাতে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাঈদী রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি পেকুয়া চৌমুহনী এলাকা প্রদক্ষিণ করে। পরে ক্রেমলিন মার্কেটের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 

এতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাঈদী রহমান, ছাত্রদল নেতা হিরন রহমান, মিজানুর রহমান, হৃদয়, সালমান সাকিব, ইয়াসিন মাহমুদসহ আরও অনেকেই।

 

এ সময় বক্তারা যৌক্তিক কোটা আন্দোলনে হত্যাকাণ্ডের শিকার ওয়াসিম আকরামের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। অন্যতায় পেকুয়ার ছাত্র জনতা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

 

 

পূর্বকোণ/এমরান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট