চট্টগ্রাম শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

বান্দরবানে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া

বান্দরবান সংবাদদাতা

১৬ জুলাই, ২০২৪ | ৬:৩৮ অপরাহ্ণ

বান্দরবানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা হয়েছে।

 

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

 

জানা যায়, কোটা সংস্কার দাবিতে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করলে সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে পুলিশের বাধা অতিক্রম করে তাদের উপর চড়াও হয়।

 

এ সময় শহর জুড়ে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। অপ্রতিকর ঘটনা এড়াতে পুলিশ ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জোর করে।

 

এ সময় সাধারণ শিক্ষার্থীরা জানান, আন্দোলন করার অধিকার সবার রয়েছে আন্দোলন করার কারনে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করা হয় যা খুবই নেক্কারজনক। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং কোটা সংস্কারের যৌক্তিক দাবির সাথে পূর্ণ সমর্থন জানাই।

 

ছাত্রলীগের সভাপতি পুলু মারমা বলেন, বান্দরবানের মত শান্তিপূর্ণ এলাকায় যারা অশান্ত পরিবেশ সৃষ্টি করবে তাদেরকে ছাত্রলীগ প্রতিহত করবে।

 

পূর্বকোণ/মিনার/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট