চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ করেছে কোটাবিরোধী আন্দোলনের সমর্থনকারী শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল থেকে কুমিরা রেলওয়ে স্টেশনে আন্দোলন শুরু করে তারা। এতে শত শত শিক্ষার্থী যোগদান করে৷ সেখানে তারা কোটাবিরোধী নানা স্লোগান দিতে থাকে।
এদিকে হাজারো শিক্ষার্থী জড়ো হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা ও চট্টগ্রামমুখী দুটি সড়কেই অবস্থান নেয়। এতে চট্টগ্রামমুখী মহাসড়ক অবরোধ করলে তীব্র যানজট সৃষ্টি হয়।
বারআউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ খোকন চন্দ্র ঘোষ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ছাত্ররা ঢাকা-চট্টগ্রামমুখী দুটি লাইনে লাঠি-সোটা নিয়ে অবরোধ করে। এছাড়া কিছু ছাত্র রেললাইনেও অবরোধ করে।
সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন বলেন, আমরা মহাসড়কে এসে শিক্ষার্থীরাদের বোঝানোর চেষ্টা করেছি । কিন্তু তারা কর্ণপাত করছে না। সড়ক অবরোধ করে রেখেছে।
পূর্বকোণ/পিআর