চট্টগ্রাম শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

কোটা সংস্কারের দাবিতে কাপ্তাইয়ে বিএসপিআই শিক্ষার্থীদের বিক্ষোভ

কাপ্তাই সংবাদদাতা

১৬ জুলাই, ২০২৪ | ১২:০৫ অপরাহ্ণ

কোটা সংস্কারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা।

 

এর আগে সোমবার রাতেও কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করে শিক্ষার্থীরা।

 

শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন ও বিক্ষোভ মিছিল চলবে। এ সময় শিক্ষার্থীরা কোটা সংস্কার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী নির্যাতনের বিচার দাবি করেছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট