চট্টগ্রাম শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

লাইসেন্সবিহীন সিলিন্ডার বিক্রি, অর্ধলক্ষাধিক টাকা জরিমানা

কর্ণফুলী সংবাদদাতা

১৫ জুলাই, ২০২৪ | ১১:২৪ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় লাইসেন্স ছাড়া জনবহুল এলাকায় ঝুঁকিপূর্ণভাবে এলপি গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ও বিক্রির দায়ে চার প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (১৫ জুলাই) সকালে উপজেলার সৈন্যারটেক এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত এ অভিযান পরিচালনা করেন।

 

এ সময়, উপজেলার চরলক্ষ্যা সৈন্যার টেক এলাকায় বিল-ভাউচার ও খোলা ডিজেল লাইসেন্স ব্যতীত বিক্রি করায় বিসমিল্লাহ এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা, গ্যাস সিলিন্ডার রাখা, ফায়ার এবং ডিলিং লাইসেন্স ব্যতীত বিক্রি করায় মা বাবা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা, আমেনা স্টোরকে ১০ হাজার টাকা এবং ডিলিং লাইসেন্স ব্যতীত নিত্যপ্রয়োজনীয় পণ্য টায়ার, পাইপ, গ্লাস, স্যানিটারি পণ্য বিক্রি করায় মাহাবুব এন্ড সন্সকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত বলেন, বিস্ফোরক সনদ ছাড়া এবং অনুমোদনহীন অবৈধ গ্যাস সিলিন্ডার বিক্রিসহ নানান অনিয়মের দায়ে চার প্রতিষ্ঠানকে মোট ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

 

 

পূর্বকোণ/নয়ন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট