চট্টগ্রাম শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

পেকুয়ায় দুর্যোগ প্রস্তুতি ও সাড়াদান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পেকুয়া সংবাদদাতা

১৫ জুলাই, ২০২৪ | ৯:১৩ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় দুর্যোগ প্রস্তুতি ও সাড়াদান বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৫ জুলাই) দুপুরে পেকুয়া উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু।

 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহাবুল করিম, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন সোলতানা, সিপিপি পেকুয়া উপজেলা টিম লিডার আবুল কাসেম সিকদার। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের। আরও বক্তব্য রাখেন বারবাকিয়া ইউপি চেয়ারম্যান মাওলানা বদিউল আলম, সাংবাদিক এফ এম সুমন প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান শাফায়াত আজিজ রাজু বলেন, সিপিপি ও রেড ক্রিসেন্ট সেচ্ছাসেবকরা দুর্যোগময় মুহূর্তে নিজের জীবনবাজি রেখে কাজ করে এটি সত্যিই প্রশংসনীয়। দুর্যোগে ব্যবহৃত সকল সরঞ্জামের সঠিক ব্যবহার ও জবাবদিহিতা নিশ্চিত করার আহবান জানান তিনি।

 

সভাপতির বক্তব্যে ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, উপজেলার চারটি ইউনিয়ন উপকূলীয় ও তিনটি ইউনিয়ন পাহাড় বেষ্টিত অঞ্চল। পেকুয়া দুর্যোগ প্রবণ এলাকা হওয়ায় এখানকার মানুষের প্রতিবছর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে জীবন অতিবাহিত করতে হয়। পাহাডে যারা ঝুকিপূর্ণভাবে বসবাস করছে তাদের নিরাপদ জায়গায় সরিয়ে ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ ও সকল দুর্যোগে সকলকে সম্মিলিতভাবে মোকাবেলা করার আহ্বান জানান।

 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় সঞ্চালনা করেন ইউনিট লেভেল অফিসার সাইফুল ইসলাম। এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্টে সোসাইটির কর্মকর্তা, যুব রেড ক্রিসেন্ট টিমের টিম লিডারসহ সেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

পূর্বকোণ/এমরান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট