চট্টগ্রাম শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

কুতুবদিয়ায় বিষপানে গৃহবধূর মৃত্যু

কুতুবদিয়া সংবাদদাতা

১৪ জুলাই, ২০২৪ | ১১:৪৯ অপরাহ্ণ

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় বিষপানে রোকেয়া বেগম (৪৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

 

রবিবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের মশরফ আলী বলীর পাড়ায় এ ঘটনাটি ঘটে।

 

নিহত রোকেয়া ওই এলাকার মৃত এজাহার মিয়ার মেয়ে এবং লেমশিখালী ইউনিয়নের ছিদ্দিক হাজির পাড়ার আব্দুল জলিলের স্ত্রী।

 

আব্দুল জলিল প্রায় একবছর ধরে সস্ত্রীক শ্বশুরবাড়িতে বসবাস করে আসছেন বলে জানা গেছে। স্থানীয় ইউপি সদস্য এইচ এম শহিদুল্লাহ পূর্বকোণকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রোকেয়া দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগছে। গত শনিবারও চকরিয়া থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন সে। রবিবার দুপুরে পৈত্রিক বাড়ির পাশে ধান ক্ষেতে গিয়ে বিষ পান করে। পরে স্বামী ও স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

 

স্টমাক ওয়াশ শুরুর আগেই সেখানকার কর্তব্যরত ডা. জয়নাব বেগম তাকে মৃত ঘোষণা করেন।

 

এদিকে যথাযথ চিকিৎসাপত্র না থাকায় ওই গৃহবধূ মানসিক রোগী কিনা তা নিশ্চিত হয়নি পুলিশ।

 

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির জানান, গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

পূর্বকোণ/সুজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট