চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মীর মো. হোসেন (৫৫) নামে একজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।
রবিবার (১৪ জুলাই) সন্ধ্যার দিকে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের ঠান্ডাছড়ি পেট্রোল পাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মীর মো. হোসেনের বাড়ি উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের দেওয়ান বাজার গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, সন্ধ্যার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাঙ্গুনিয়ার ঠান্ডাছড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এই সময় অটোরিকশার চালক বিজয় কর্মকার (৪৭), যাত্রী মীর মো. হোসেন (৪৭), অজ্ঞাতনামা একজনসহ তিনজন আহত হয়।
স্থানীয়রা গুরুতর আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. হোসেনকে মৃত ঘোষণা করেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো. বারেক বলেন, মো. হোসেন অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে মারা যান।
রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক মো. হেবজুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে গাড়ি উদ্ধারের চেষ্টা চলছে।
পূর্বকোণ/জিগার/জেইউ/পারভেজ