চট্টগ্রাম শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

    সাড়ে ৮ লাখ টাকা সম্মাননা প্রদান

৩৬ বছরের ইমাম নুরুল হকের বর্ণাঢ্য বিদায়

কক্সবাজার সংবাদদাতা

১৪ জুলাই, ২০২৪ | ৯:৫০ অপরাহ্ণ

কক্সবাজার সদরের খরুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদে ৩৬ বছর ধরে ইমামের দায়িত্ব পালনের পর মাওলানা নুরুল হককে বর্ণাঢ্য বিদায় জানানো হয়েছে।

 

শনিবার (১৩ জুলাই) এক আয়োজনে তাকে আকর্ষণীয় সম্মাননাও দেওয়া হয়।

 

অকৃত্রিম ভালোবাসার কারণে মাওলানা নুরুল হককে পেনশন হিসেবে সাড়ে আট লাখ টাকা দেওয়া হয়। এছাড়াও তাকে ফুল, ক্রেস্ট ও অন্যান্য উপহার সামগ্রী দেওয়া হয়।

 

বিদায়ী ইমাম নুরুল হক বলেন, ১৯৮৮ সালে তিনি খরুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদে ইমামতির দায়িত্ব নেন। এরপর থেকে তিনি মসজিদের সংস্কার, খরুলিয়া তালিমুল কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠা এবং এলাকার মানুষের জন্য বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

 

স্থানীয় সমাজকর্মীরা বলেন, মাওলানা নুরুল হক একজন অনুসরণীয় ব্যক্তিত্ব ছিলেন। তিনি তার জ্ঞান, দক্ষতা ও নীতিবোধ দিয়ে এলাকার মানুষের মনে দাগ রেখে গেছেন।

 

অনুষ্ঠানে খরুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা মোহাম্মদ হাসান, অবসরপ্রাপ্ত ব্যাংকার, শিক্ষক, আলেমেদ্বীনসহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

বিদায় বেলায় ইমাম নুরুল হক কুরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন গড়া এবং ঈমান ও আমলের ওপর সবাইকে জীবন পরিচালিত করার আহ্বান জানান।

 

এই অনুষ্ঠান কক্সবাজারে ইমামদের প্রতি সম্মান ও মর্যাদার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছেন অনেকে।

 

 

পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট