চট্টগ্রাম শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

সীতাকুণ্ডে নেশাগ্রস্ত যুবকের কারাদণ্ড

সীতাকুণ্ড সংবাদদাতা

১৪ জুলাই, ২০২৪ | ৪:২৫ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. সুমন (২৫) নামে এক নেশাগ্রস্ত এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৪ জুলাই) দুপুর ১২টায় এ আদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন।

 

দণ্ডপ্রাপ্ত যুবক সুমন কুমিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রহমতপুর রেললাইন সংলগ্ন এলাকার মৃত মো. ইউসুফের পুত্র।

 

তিনি জানান, মো. সুমন (২৫) নামে এক যুবক অ্যালকোহল পান করে এলাকায় শান্তিশৃঙ্খলা নষ্ট করছিল। তাই তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে। জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

 

অভিযানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আমিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট