চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

বান্দরবানে ডেঙ্গুতে কাউন্সিলরের ছেলের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি

১৪ জুলাই, ২০২৪ | ২:১২ অপরাহ্ণ

বান্দরবানে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মো. আব্দুল্লাহ নামের ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ওই শিশু পৌরসভার সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর শাহানা আক্তার শানুর ছেলে।

 

আজ রবিবার (১৪ জুলাই) সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে বান্দরবান পৌরসভার মহিলা কাউন্সিলর শাহানা আক্তার শানুর পুত্র আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়। জ্বরের মাত্রা বেড়ে গেলে গতকাল শনিবার শিশুটিকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করার পর তার ডেঙ্গু ধরা পড়ে। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ (রবিবার) সকালে শিশুটির মৃত্যু হয়।

 

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসাদ উল্লাহ জানিয়েছেন, ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর শিশু আব্দুল্লাহকে দেরি করে হাসপাতালে আনা হয়। আজ সকালে তার অবস্থার অবনতি হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট