চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

আনোয়ারায় যুবলীগ নেতাকে হত্যার ঘটনায় একজন ধরা

আনোয়ারা সংবাদদাতা

১৪ জুলাই, ২০২৪ | ১২:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় যুবলীগ নেতা মো. জালাল উদ্দিনকে (৪৩) হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ছৈয়দ আহমদ (৫৯) জুইদন্ডী ইউপির ৬ নম্বর ওয়ার্ডের খলিলুর রহমানের ছেলে।

 

রবিবার (১৪ জুলাই) সকালে জুইদন্ডী ইউপির পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

এর আগে আজ শনিবার ভোরে উপজেলার কালাবিবির দীঘির মোড় এলাকায় যুবলীগ নেতা জামাল আড়ৎ থেকে মাছ কিনতে যাওয়ার সময় শোলকাটা এলাকায় দুর্বৃত্তরা তার ডান ও বাম পায়ের হাঁটু এবং হাতের আঙ্গুলসহ বিভিন্ন স্থানে কুপিয়ে আহত করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। আমরা একজনকে গ্রেপ্তার করেছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট