চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

অস্ত্র-গুলিসহ আরসা সন্ত্রাসী গ্রেপ্তার

উখিয়া সংবাদদাতা

১৪ জুলাই, ২০২৪ | ১২:০৯ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়া উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে সম্প্রতি মিয়ানমারের যুদ্ধ ফেরত এক আরসা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে এপিবিএন। এ সময় তার কাছ থেকে ২টি রাইফেল ও ৫০ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে।

 

শনিবার (১৩ জুলাই) দিবাগত রাত ১টায় ক্যাম্প-২০ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার আরসা সন্ত্রাসী মোহাম্মদ ইলিয়াস (২৬) ১১ নম্বর ক্যাম্পের মৃত হাসান আহমেদের ছেলে ।

 

১৪ এপিবিএনের অধিনায়ক মো. ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ক্যাম্প-২০ এলাকা থেকে মিয়ানমারের যুদ্ধ ফেরত আরসা সন্ত্রাসী মোহাম্মদ ইলিয়াস গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ২টি রাইফেল ও ৫০ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট