চট্টগ্রামের আনোয়ারায় যুবলীগ নেতা মো. জালাল উদ্দিনকে (৪৩) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার জুইদন্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাে. আলতা মুন্সীর ছেলে।
রবিবার (১৪ জুলাই) ভোরে উপজেলার শোলকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ভোরে উপজেলার কালাবিবির দীঘির মোড় এলাকায় জামাল আড়ৎ থেকে মাছ কিনতে যাওয়ার সময় তাকে কুপিয়ে জখম করা হয়। দুর্বৃত্তরা তার ডান ও বাম পায়ের হাঁটু এবং হাতের আঙ্গুলসহ বিভিন্নস্থানে কুপিয়ে রক্তাক্ত করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন। মামলা প্রক্রিয়াধীন। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ