চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কর্ণফুলীর জুলধা ইউপি চেয়ারম্যানের মৃত্যু

কর্ণফুলী সংবাদদাতা

১২ জুলাই, ২০২৪ | ৮:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাজী নুরুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

শুক্রবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে হৃদরোগজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে তিনি অসুস্থবোধ করলে স্বজনরা তাকে প্রথমে স্থানীয় সাউথ চট্টগ্রাম হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার আরও অবনতি ঘটলে স্বজনরা নগরীর একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

উল্লেখ্য, সর্বশেষ ২০২১ সালে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত জুলধা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে হাজী নুরুল হক নৌকা প্রতীক নিয়ে ৪ হাজার ৮৫২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।

 

 

পূর্বকোণ/নয়ন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট