চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

মেয়াদোত্তীর্ণ লাইসেন্স, সাতকানিয়ার ৪ ল্যাব গুনল জরিমানা

নিজস্ব সংবাদদাতা, সাতকানিয়া

১১ জুলাই, ২০২৪ | ৯:১৭ অপরাহ্ণ

সাতকানিয়ায় মেয়াদোত্তীর্ণ লাইসেন্স, লাইসেন্স নবায়ন না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যসেবা প্রদান করায় চার ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে কেরানিহাট এলাকায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম।

তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ও লাইসেন্স নবায়ন না করার দায়ে অল কেয়ার হাসপাতালকে ৩ হাজার টাকা, হেলথ কেয়ার হাসপাতাল ও রাবেয়া মেমোরিয়াল হাসপাতালকে ৪ হাজার টাকা করে এবং অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যসেবা দেওয়ার দায়ে মা-শিশু জেনারেল হাসপাতালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রায়হান ছিদ্দিকী উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট