চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

রাউজানে ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশা চালকের মৃত্যু

রাউজান সংবাদদাতা

১১ জুলাই, ২০২৪ | ১২:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের রাউজান পৌরসভা সদরে সিএনজিচালিত অটোরিকশা রেখে দোকানে চা পান করতে রাস্তা পার হওয়ার সময় ড্রাম ট্র্যাকের চাপায় এক চালক নিহত হয়েছেন। বুধবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে রাঙ্গামাটি সড়কের জলিল নগর বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম আব তৈয়ব (৪৫)। তিনি রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ৮ নম্বর ওয়ার্ডে গোদারপাড় এলাকার সায়ের মোহাম্মদের ছেলে।

রাউজান হাইওয়ে থানার ইনচার্জ এস.আই সিরাজুল ইসলাম বলেন, চালক আবু তৈয়ব রাত সাড়ে ৯টার পর তার সিএনজি অটোরিকশা রাউজান জলিল নগরের ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিসের পাশে রেখে বিপরীত পাশে আমানিয়া হোটেলে চা পান করতে সড়ক পার হচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে তৈয়ব ঘটনাস্থলেই প্রাণ হারান। ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে। চালক পালিয়েছে।

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট