হার্ডওয়্যারের ড্রিলিং লাইসেন্স না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করাসহ নানা অপরাধে চট্টগ্রামের সীতাকুণ্ডে ১১টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৯ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম রফিকুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, আজ সকালে সীতাকুণ্ড পৌরসদরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে হার্ডওয়্যারের ড্রিলিং লাইসেন্স না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করা ও প্রকাশ্যে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রদর্শন করাসহ বিভিন্ন অভিযোগে ১১টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ