চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

ঈদগাঁওতে স্বর্ণ কারিগরের আত্মহত্যা

ঈদগাঁও সংবাদদাতা

১০ জুলাই, ২০২৪ | ১২:০১ পূর্বাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের জাগির পাড়া এলাকার কলোনিতে শুভংকর দাশ (২৩) নামে এক স্বর্ণ কারিগর আত্মহত্যা করেছে।

 

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে ওই এলাকার ছাবের আহমেদের ভাড়া কলোনি থেকে তার মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।

 

মৃত শুভংকর দাশ একই এলাকার ৭ নম্বর ওয়ার্ডের দরগাহ পাড়ার হাছিনা পাহাড় এলাকার পলাশ দাশের ছেলে।

 

স্বজনরা জানায়, ঘটনার দিন শুভংকর কারখানা থেকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ছাবের কলোনিতে আসে। পরে বাসার দরজা জানালা বন্ধ করে পার্শ্ববর্তী ভাড়াটিয়াদের অগোচরে ফ্যানের সাথে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে।

 

প্রতিবেশীরা জানায়, দীর্ঘক্ষণ দরজা জানালা বন্ধ দেখে তাকে বাহির থেকে অনেক ডাকাডাকি করা হয়। কিন্তু ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা উঁকি দিয়ে দেখতে পান শুভংকরের মৃতদেহ ফ্যানের সাথে ঝুলছে।

 

ঘটনা ঈদগাঁও থানা পুলিশকে অবগত করলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমার নির্দেশে পুলিশ ঘটনাস্থলে আসে। মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠান।

 

জানতে চাইলে ঈদগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসলে বিস্তারিত জানা যাবে।

 

পূর্বকোণ/তারেক/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট