চট্টগ্রামের বোয়ালখালীতে রান্না ঘরে গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুনে পুড়ে গেছে ২৫ বসতঘর। মঙ্গলবার (৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্ব আমুচিয়া নতুন বাজার বক্কর চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার সাইদুর রহমান জানান, খবর পেয়ে দুই ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রান্নাঘরের গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুনের সূত্রপাত হয়। এতে ২৫টি কাঁচা ঘর পুড়ে গেছে। এতে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় আমুচিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু জাফর বলেন, আগুনে খোতেজা বেগম, মো. সেলিম, মো. মোরশেদুল আলম, এরশাদুল আলম, জামশেদ, মনজুর ইসলাম, আবদুল আউয়াল, রবিউল হাসান, আব্দুর রহিম, আবু বক্কর সিদ্দিকী ও মো. ইউসুফের বসতঘর পুড়ে গেছে।
পূর্বকোণ/পিআর/এএইচ