কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় সাগরের তীরে ভেড়ানো ফিশিং-বোটে উঠতে গিয়ে মো. আনচারুল করিম (২২) নামে এক জেলের আকস্মিক মৃত্যু হয়েছে।
সোমবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার উত্তর ধুরুং আকবর বলী পাড়া জেটি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. আনচারুল করিম ওই ইউনিয়নের মগলাল পাড়ার সাঈদুল হকের ছেলে।
জানা যায়, নিষেধাজ্ঞা শেষে সাগরে মৎস্য আহরণে যাওয়ার প্রস্তুতি নিয়ে ওই ইউনিয়নের আব্দুর রহিম প্রকাশ বাদশা কোম্পানির মালিকানাধীন একটি ফিশিং বোটে জাল বুননের কাজ করছিল। কাজ শেষে বোটের মাঝি-মাল্লাদের সাথে কূলে নেমে আসে। তবে মোবাইল ও মানিব্যাগ ফেলে আসাই ফের সাঁতরিয়ে ওই বোটে উঠার একপর্যায়ে প্রায় ৫-৬ ফুট পানিতে ডুবে যায় আনচার। ঘণ্টা দু’য়েক খোঁজাখুঁজির পর ঘটনাস্থলের খানিকটা দূর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কবির বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/সুজন/জেইউ/পারভেজ