চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

পেকুয়ায় ১১ মণ লইট্টা মাছ জব্দ, নিলামে বিক্রি

পেকুয়া সংবাদদাতা

৭ জুলাই, ২০২৪ | ১১:২৩ অপরাহ্ণ

উজানটিয়া থেকে টলি ভর্তি মাছ নিয়ে কক্সবাজারের পেকুয়া আনার সময় কাটাফাডি ব্রিজ এলাকা থেকে ১১ মণ লইট্টা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।

 

রবিবার (৭ জুলাই) বিকেলে মাছগুলো জব্দ করেন পেকুয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল আমিন। পরে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ হাজার ১০০ টাকা জরিমানা এবং মাছগুলো ২৭ হাজার ৫০০ টাকা দিয়ে নিলামে বিক্রি করেন।

 

এর আগে গতকাল রাতেও মাগনামা ঘাটে কোস্ট গার্ডের সহায়তায় ও পেকুয়া মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালনা করে ৩২০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। তখন নৌযান মালিক পেকুয়ার মোহাম্মদ হোছাইনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়।

 

পেকুয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল আমিন বলেন, সরকারি আরোপ করা নিষেধাজ্ঞা থাকা পর্যন্ত সাগরে যে কোন ধরনের মাছ আহরণ-বিতরণের বিরুদ্ধে সব সময় অভিযান অব্যাহত থাকবে, এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। প্রতিনিয়ত অভিযান চালিয়ে যাচ্ছি।

 

 

পূর্বকোণ/এমরান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট