চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

বোয়ালখালীতে যুবক নিজ ঘরে তড়িতাহত

বোয়ালখালী সংবাদদাতা

৬ জুলাই, ২০২৪ | ৯:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে নিজ ঘরে ইমাম হোসেন (২৪) নামের এক যুবক তড়িতাহত হয়েছেন। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসক।

 

শনিবার (৬ জুলাই) রাত ৮টার দিকে নিজ ঘরে টেলিভিশন চালু করার জন্য বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় তিনি তড়িতাহত হন বলে জানা গেছে।

 

আহত ইমাম হোসেন উপজেলার পশ্চিম গোমদণ্ডীর মকবুল হোসেনের ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রী।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তনুজা দে বলেন, তড়িতাহত যুবকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট