চট্টগ্রামের হাটহাজারীতে গাছের উপর থেকে প্রায় সাড়ে ১২ কেজি ওজনের আট ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে ওয়াইল্ডলাইফ এন্ড স্নেক রেসকিউ টিমের সদস্যরা।
শুক্রবার (৫ জুলাই) দুপুরে উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রামের মুরাদপুর এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে রেসকিউ টিমের হাটহাজারীর সমন্বয়ক উদ্ধারকারী মো. রাকিব জানান, শুক্রবার সকালে স্থানীয়রা গাছের উপর অজগর সাপটি দেখতে পেয়ে আমাদের খবর দেন। ঘটনাস্থলে গিয়ে সুকৌশলে সাপটি উদ্ধার করে স্থানীয় বন বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের কাছে হস্তান্তর করি। রাতে সাপটি হাটহাজারী পশ্চিমের পাহাড়ে অবমুক্ত করা হয়।
পূর্বকোণ/খোরশেদ/জেইউ/পারভেজ