রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের উপ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শেষ হয়েছে।
শুক্রবার (৫ জুলাই ) সকাল ১০ টায় রাজস্থলী উপজেলা নির্বাচন অফিসে এ যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।
রাজস্থলী উপজেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্যমতে, উপজেলার ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়নের ৪,৫,৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত প্রার্থী হলেন দুজন। তাদের দুজনের নামই ফাতেমা বেগম।
এদিকে, আগামী ১০ জুলাই মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১১ জুলাই। নির্বাচনী প্রচারণা শুরু হবে ১৪ জুলাই। আগামী ২৭ জুলাই শনিবার ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে দুই ফাতেমার মধ্যে লড়াই হবে বলে ধারণা করেছেন সাধারণ ভোটারগণ।
পূর্বকোণ/পারভেজ