চট্টগ্রামের সীতাকুণ্ডে এনা পরিবহনের একটি যাত্রীবাহী নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারে ধাক্কা দেয়ায় ৬ জন গুরুতর আহত হয়েছেন। তবে প্রাণে বেঁচে যান বাসে থাকা ৩০ জন যাত্রী। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (৪ জুলাই) ভোর ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় কুমিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বৃষ্টিতে চলাচলে সমস্যা হওয়ায় প্রাইভেটকারটি সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে এনা পরিবহনের বাস প্রাইভেটকারে ধাক্কা দেয়। পরে বাসটি মহাসড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে আটকে যায়।
বার আউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিন আলম বলেন, আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেটকার উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মহাসড়কের পাশে থাকা গাছের সঙ্গে বাসটি আটকে যাওয়ায় বাসের মধ্যে থাকা যাত্রীরা প্রাণে বেঁচে গেছেন।
পূর্বকোণ/পিআর/এএইচ