চট্টগ্রামের বোয়ালখালীতে একটি লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে ব্যাটারিচালিত যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হাওলা ডিসি সড়কের কানুনগোপাড়া টেম্পু স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও অটোরিকশা যাত্রীরা জানান, অটোরিকশাটি সারোয়াতলী থেকে যাত্রী নিয়ে জোটপুকুর পাড় এলাকায় আসছিল। কানুনগোপাড়া টেম্পু স্টেশন এলাকায় পৌঁছলে নগর থেকে আসা লাশবাহী অ্যাম্বুলেন্সের সংর্ঘষ হয়। এতে চালকসহ অটোরিকশার পাঁচ যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে অটোরিকশা যাত্রী পটিয়া উপজেলার চাপড়া গ্রামের মৃদুল দের স্ত্রী গীতা দে (৫৫) নামের এক মহিলাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কান্তা অধিকারী বলেন, অটোরিকশা যাত্রী গীতা দের ডান বাহুর হাড় ভেঙে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ