চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

৩ জুলাই, ২০২৪ | ১২:৩৭ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসে ২ জনের মৃত্যু হয়েছে। তারা হলো- মোহাম্মদ সিফাত (১৩) ও বালুখালী জুমেরছড়ার আনোয়ার ইসলাম (২৭)।

 

বুধবার (৩ জুলাই) ভোররাতে উখিয়ার ৮ ও ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে।

 

উখিয়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী জানান, উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে দুইজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস তাদের মরদেহ উদ্ধার করেছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন। তিনি বলেন, উখিয়া ১১ এবং ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক কিশোর ও একজন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট