হাওলা কুতুবিয়া সিনিয়র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা সৈয়দ মোহাম্মদ শামসুদ্দীন মোজাদ্দেদীর (রহ.) সহধর্মিণী ও বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এসএম মোদ্দাচ্ছেরের মা সৈয়দা জাহানারা বেগম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।
মঙ্গলবার (২ জুলাই) সকাল সাড়ে ৮টায় বোয়ালখালী উপজেলার পোপাদিয়া আকুবদণ্ডী গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৩ মেয়ে, জামাতা, পুত্রবধূ ও নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
মঙ্গলবার বাদ মাগরিব নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
পূর্বকোণ/মাহমুদ