দৈনিক পূর্বকোণের কাপ্তাই প্রতিনিধি মো. কবির হোসেনের ছোটভাই কামাল হোসেন (৩৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
কামাল হোসেন কাপ্তাই উপজেলার ৪ নম্বর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য ছিলেন। তিনি ওই এলাকার মৃত হানিফ খানের ছেলে।
সোমবার (১ জুলাই) রাত ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাংবাদিক কবির হোসেন জানান, তার ভাই দীর্ঘদিন ধরে থ্যালাসেমিরা রোগে আক্রান্ত ছিল। এরপরও তার শরীরে নানা ধরনের জটিলতা দেখা দেয়। গতকাল রাত ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার স্ত্রী ও এক ছেলে রয়েছে। আজ দুপুর দেড়টায় নামাজে জানাজা শেষে তাকে লগগেট কবরস্থানে দাফন করা হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ