চট্টগ্রাম শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫

অনুমোদনবিহীন পিভিসি পাইপ তৈরি করায় অর্ধলাখ টাকা জরিমানা

সীতাকুণ্ড সংবাদদাতা

১ জুলাই, ২০২৪ | ১১:০৮ অপরাহ্ণ

বিএসটিআই অনুমোদনবিহীন পিভিসি পাইপ তৈরি ও বিএসটিআইয়ের জাল লাইসেন্স প্রদর্শন করার দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (১ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার বড় কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা মছজিদ্দা এলাকার দি ওয়েভ অব চিটাগং নামক প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়। এছাড়াও বিএসটিআই অনুমোদন ব্যতীত প্রতিষ্ঠানটিতে সকল কার্যক্রম ও উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।

 

গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন।

 

তিনি বলেন, বিএসটিআই অনুমোদনবিহীন পিভিসি পাইপ তৈরি ও বিএসটিআইয়ের জাল লাইসেন্স প্রদর্শন করার দায়ে দি ওয়েভ অব চিটাগং নামক একটি প্রতিষ্ঠানকে বিএসটিআই আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি বিএসটিআই অনুমোদন ব্যতীত প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম ও উৎপাদন বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট