কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মো. কায়সার (৩০) নামে এক টমটমচালকের (ইজিবাইক) মৃত্যু হয়েছে। সোমবার (১ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কায়সার রাজাখালী ইউনিয়নের সিকদার পাড়া এলাকার আব্দু ছমদের ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরের দিকে পাশের বাড়িতে বিদ্যুৎ থাকলেও হঠাৎ তার বাড়িতে বিদ্যুত সংযোগ বন্ধ হয়ে যায়। এ সময় কায়সার বিদ্যুতের মিটার সার্ভিসিং তার নড়াচড়া করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে দ্রুত উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস মো. রোকন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কয়েক বছর আগে কায়সার রাজাখালী থেকে এসে টইটং নতুন পাড়া এলাকায় বাড়ি করে বসবাস করে আসছিলেন। দুই সন্তানের জনক কায়সার পেশায় একজন টমটমচালক।
পূর্বকোণ/এমরান/জেইউ/পারভেজ