চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কর্ণফুলীতে ৭০ কেজি নিষিদ্ধ পিরানহা ও আফ্রিকান মাগুর জব্দ

কর্ণফুলী সংবাদদাতা

১ জুলাই, ২০২৪ | ৭:১৩ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বাজারে অভিযান চালিয়ে ৭০ কেজি নিষিদ্ধ পিরানহা ও আফ্রিকান মাগুর জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস।

 

সোমবার (১ জুলাই) সাড়ে ৪টায় উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের পুরাতন ব্রিজঘাট বাজারে অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করা হয়।

 

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, চরপাথরঘাটার ব্রিজঘাট বাজারে অভিযান চালিয়ে ২০ কেজি নিষিদ্ধ পিরানহা ও ৫০ কেজি আফ্রিকান নিষিদ্ধ মাগুর জব্দ করা হয়। এ সময় আরাফাত হোসেন নামে এক বিক্রেতাকে তিন হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী। জব্দ মাছ গুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

 

জানতে চাইলে কর্ণফুলী উপজেলা মৎস্য অফিসার স্বপন চন্দ্র দে জানান, বাজারে বিক্রিকালে ২০ কেজি নিষিদ্ধ পিরানহা ও ৫০ কেজি আফ্রিকান নিষিদ্ধ মাগুর জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী বিক্রেতাকে অর্থদণ্ড প্রদান করেন।

 

 

পূর্বকোণ/নয়ন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট