কক্সবাজারের পেকুয়ায় বীর মুক্তিযোদ্ধা মৃদুল সেনের শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।
সোমবার (১ জুলাই) বিকেল ৩টায় উপজেলার সদর ইউনিয়নের বাইম্যাখালী এলাকায় পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
এর আগে, পেকুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় সম্মাননাস্বরূপ গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় বিউগলে করুণ সুর বেজে উঠে।
৭৫ বছর বয়সী রণাঙ্গনের বীর এ মুক্তিযোদ্ধা গত শনিবার দিবাগত রাত ১টায় পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বার্ধক্যজনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি সদর ইউনিয়নের মিয়া পাড়া এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মূত্য মনিন্দ্র লাল সেনের ছেলে।
তার শেষকৃত্য অনুষ্ঠানে পেকুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলামসহ উপজেলার অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ ও সুশীল সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা মৃদুল সেনের মৃত্যুতে শোক জানিয়েছেন পেকুয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুমন বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রনব কান্তি শীল।
পূর্বকোণ/এমরান/জেইউ/পারভেজ