ফটিকছড়িতে দিনদুপুরে অস্ত্রের মুখে এক স্কুলশিক্ষিকার টাকা, মোবাইল ও স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। সোমবার (১ জুলাই) সকালে নাজিরহাট-মাইজভাণ্ডার সড়কের মদিনা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার আজিমনগর আহমদীয়া রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা রাশেদা আক্তার সিএনজিচালিত অটোরিকশায় স্কুলে যাচ্ছিলেন। ট্যাক্সিতে আগে থেকে যাত্রীবেশে থাকা তিন ছিনতাইকারী মদিনা মাদ্রাসার সামনে আসা মাত্রই অস্ত্র তাক করে তার সবকিছু ছিনিয়ে নেয়।
ভুক্তভোগী রাশেদা আক্তার বলেন, আমার বাড়ি, স্কুল আর ঘটনাস্থল সবমিলিয়ে এক কিলোমিটারের মধ্যে। ওই ট্যাক্সিচালকসহ সবাই ছিনতাইকারী এবং তারা সবাই উঠতি বয়সের ছিল। তারা অস্ত্র তাক করে মুখ, গলা চেপে ধরে আমার টাকা, মোবাইল ও কানের দুল ছিনিয়ে নেয়।
ফটিকছড়ি থানার ওসি নুরুল হুদা জানান, খবর পেয়ে আমি পুলিশ পাঠিয়েছি। পুলিশ শিক্ষিকার বাড়িতে গিয়ে তার সাথে কথা বলেছে, ঘটনাস্থল পরিদর্শনসহ প্রাথমিক তদন্ত সেরেছে। পরবর্তীতে আমরা আইনি পন্থায় অগ্রসর হবো।
পূর্বকোণ/মাহমুদ