চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

রামুর বাঁকখালী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মাথাবিহীন লাশ উদ্ধার

কক্সবাজার সংবাদদাতা

১ জুলাই, ২০২৪ | ১:৫২ অপরাহ্ণ

কক্সবাজারের রামুর বাঁকখালী নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

 

রবিবার (৩০ জুন) বিকেলে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের মধ্যম উমখালী এলাকায় স্থানীয়রা নদীতে লাশটি ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

 

কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিজানুর রহমান জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তিনি বলেন, ফরেনসিক পরীক্ষা চলছে এবং মোবাইলফোন নেটওয়ার্ক ট্র্যাকিংয়ের মাধ্যমেও নিখোঁজ হওয়া ব্যক্তিদের সন্ধান চালানো হচ্ছে।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট