কক্সবাজারের কুতুবদিয়ায় সাগরে মাছ ধরতে যাওয়ার পথে নিখোঁজ হওয়ার দু’দিন পর মো. শাহাজাহান নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১ জুলাই) ভোরে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাহাজাহান (৩৫) উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ঘাটকুল পাড়ার মৃত মো. হোছাইনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোরে উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের বাতিঘর সংলগ্ন সৈকতে লাশটি ভেসে ওঠে। খবর পেয়ে স্বজনরা পরিচয় শনাক্তের পর পুলিশের উপস্থিতিতে নিখোঁজ জেলের মরদেহটি উদ্ধার করেন।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির পূর্বকোণকে জানান, মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত চলছে। কোন অভিযোগ না থাকলে ওই জেলের মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে শনিবার (২৯ জুন) সকালে জাল নিয়ে মাছ ধরতে যাওয়ার সময় প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের ধাক্কায় ফিশিং বোট থেকে সাগরে ছিটকে পড়ে যান জেলে মো. শাহাজাহান। সেসময় তাকে উদ্ধারের চেষ্টা করলেও কোন সন্ধান পাওয়া যায়নি।
পূর্বকোণ/মাহমুদ