চট্টগ্রাম মঙ্গলবার, ০২ জুলাই, ২০২৪

সর্বশেষ:

সীতাকুণ্ডে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস চালু

সীতাকুণ্ড সংবাদদাতা

৩০ জুন, ২০২৪ | ১০:৪১ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা প্রশাসন এবং মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষ্যে পরীক্ষার্থীদের জন্য রোড লাইট ফ্রি বাস সার্ভিস চালু করা হয়েছে।

 

রবিবার (৩০ জুন) সকালে বাসের উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে.এম.রফিকুল ইসলাম।

 

এ সময় উপস্থিত ছিলেন যুব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোক্তা মহসিন ফাতেমা সিদ্দিকী এবং সদস্যবৃন্দ।

 

উদ্বোধনকালে ইউএনও বলেন, সীতাকুণ্ড উপজেলায় ভৌগলিক অবস্থানের কারণে ৪৫ কিমি একটি হাইওয়ে অবস্থিত। এই হাইওয়েতে থ্রি হুইলার চলাচল নিষিদ্ধ। তাই শিক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে যেতে প্রায় যানবাহনের সমস্যার সম্মুখীন হতে হয়।

 

তিনি বলেন, পরীক্ষা চলাকালীন সকাল সাড়ে ৮টায় উপজেলার দুই প্রান্ত থেকে দুটি বাস ছাড়া হবে। পরীক্ষার্থীরা এই বাস দুটি ব্যবহার করে যার যার পরীক্ষার কেন্দ্রে নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে সক্ষম হবে।

 

এমন মহতী উদ্যোগ গ্রহণ করায় উপস্থিত সীতাকুণ্ডবাসী ইউএনওকে ধন্যবাদ জানান।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট