চট্টগ্রাম মঙ্গলবার, ০২ জুলাই, ২০২৪

সর্বশেষ:

আনোয়ারায় হাতির আনাগোনা, আতঙ্কে এলাকাবাসী

আনোয়ারা সংবাদদাতা

৩০ জুন, ২০২৪ | ৮:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গুয়াপঞ্চক গ্রামে ফের বন্য হাতি লোকালয়ে প্রবেশ করায় জনমনে উৎকণ্ঠা ও আতঙ্ক দেখা দিয়েছে।

 

গত কয়েকদিন ধরেই বন্য হাতির দলটি এলাকার বিভিন্ন বসতঘরে তাণ্ডব চালাচ্ছে। ফলে নির্ঘুম রাত কাটাচ্ছেন এলাকার মানুষ।

 

শনিবার রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামে মো. তুহিনের বসতঘর ভেঙে দিয়েছে বন্যহাতি। ঘরে সংরক্ষিত চাল ও ধান খেয়ে ফেলছে। ভয়ে কেউ বাধা দিতে কাছে আসছেন না।

 

এছাড়াও রাতে ওই এলাকার আলাউদ্দিন শাহ (রা.) মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ বন্য হাতির আক্রমণে আহত হয়েছেন।

 

মো. তুহিন জানান, বন্যহাতি বাড়িতে ঢুকে গাছপালা উপড়ে ফেলে। পরে বসতঘরের দেয়াল ও জানালা ভেঙে ঢুকে ঘরে থাকা ধান খেয়ে ফেলে। এতে আনুমানিক ৭০ থেকে ৮০ হাজার টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। এ নিয়ে আমরা আতঙ্কের মধ্যে আছি।

 

বৈরাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ ইদ্রিস বলেন, আমাদের এলাকায় আজ এই বাড়ি তো কাল ওই বাড়িতে হানা দিচ্ছে হাতি। ভেঙে ফেলছে বসতঘর। আতঙ্কে রাত কাটাচ্ছেন এলাকাবাসী।

 

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, হাতিগুলো পাহাড়ে থাকে। মাঝে মাঝে লোকালয়ে চলে আসে আবার পাহাড়ে চলে যায়। হাতি কয়েকটি ঘরে আক্রমণ করেছে বলে আমাদের জানিয়েছে এলাকাবাসী। এছাড়াও ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।

 

 

পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট