চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কালুরঘাট ফেরিঘাটে সাইনবোর্ড দিয়েছে সওজ

বোয়ালখালী সংবাদদাতা

৩০ জুন, ২০২৪ | ৮:১২ অপরাহ্ণ

‘কালুরঘাটে ফেরি পারাপারে সাধারণ জনগণ থেকে কোন প্রকার টোল নেওয়া হয় না’ লেখা সম্বলিত সাইনবোর্ড দিয়েছে সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ।

 

রবিবার (৩০ জুন) এ সংক্রান্ত দুইটি সাইনবোর্ড নদীর দুই প্রান্তের ফেরিঘাটে দেখা গেছে।

 

এছাড়া এই সাইনবোর্ডে অতিরিক্ত জোয়ার ও ভাটা এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ থাকার অগ্রিম ঘোষণা দিয়ে সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।

 

গত শুক্রবার রাত ১২টা থেকে ফেরি পারাপারে জনপ্রতি টোল আদায় শুরু করলে যাত্রীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়। এ নিয়ে সমালোচনার ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গতকাল শনিবার দুপুর ২টার পর এই টোল আদায় বন্ধ করা হয় প্রতিবাদের মুখে।

 

সওজের নির্বাহী প্রকৌশলী মোসলেহ উদ্দিন চৌধুরী বলেন, জনপ্রতি টোল আদায়ের খবর পেয়ে তা বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র যানবাহন থেকে নির্ধারিত টোল আদায়ের নির্দেশনা রয়েছে। সাধারণ যাত্রী থেকে টোল নেওয়া যাবে না। এ সংক্রান্ত সাইনবোর্ড ফেরিঘাটে দেওয়া হয়েছে।

 

 

পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট