হালদা নদীতে আবারও মৃত কাতল মাছ ভেসে উঠেছে। মাছটির আনুমানিক ওজন ২০ কেজি। রবিবার (৩০ জুন) সকাল ১১টায় নদীর রাউজান অংশের পশ্চিম গুজরা ইউনিয়নের আজিমের ঘাট এলাকায় মরা মাছটি দেখতে পান এলাকার লোকজন।
স্থানীয় বাসিন্দা রোশাঙ্গীর আলম বলেন, ‘নদীর দক্ষিণ দিক থেকে জোয়ারে ভেসে আসে কাতলটি। ভাটার কারণে সকাল ১১টার দিকে এটি আজিমের ঘাট এলাকায় আটকা পড়ে। মাছটির শরীরে দাগ রয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফসহ সংশ্লিষ্টদের বিষয়টি জানানো হয়েছে।’
ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমি ঘটনাস্থলে পৌঁছেছি। উপজেলা প্রশাসন মরা মাছটির ব্যাপারে যে সিদ্ধান্ত দেন তা করা হবে।’
উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন ‘মাছটি পুতে ফেলা হবে নাকি, ল্যাবটারিতে নেওয়া হবে, তা পরে জানানো হবে।
উল্লেখ্য, কয়েকদিনে হালদায় বেশকিছু মৃত মাছ পাওয়া গেছে।
পূর্বকোণ/পিআর/এএইচ