চট্টগ্রাম মঙ্গলবার, ০২ জুলাই, ২০২৪

সর্বশেষ:

রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাবের মহাপরিচালক

কক্সবাজার সংবাদদাতা

৩০ জুন, ২০২৪ | ১২:১২ পূর্বাহ্ণ

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন র‍্যাবের মহাপরিচালক ব্যারিস্টার মো. হারুন অর রশিদ।

 

শনিবার (২৯ জুন) বিকেলে প্রথমে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কার্যালয় পরিদর্শন করেন র‍্যাবের মহা পরিচালক। সেখানে ফুল দিয়ে অভ্যর্থনা ও গার্ড অব অনার দেওয়া হয় এবং পরে ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে পৌঁছালে তাকে অভ্যর্থনা ও গার্ড অব অনার দেওয়া হয়।

 

তারপর বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে মাঝি ও সাব মাঝিদের সাথে মতবিনিময় সভা করনে র‍্যাব প্রধান। যেখানে অংশ নেন বিভিন্ন ক্যাম্প থেকে আসা কমিউনিটি নেতা, যুবক, ইমাম ও রোহিঙ্গা প্রতিনিধিরা।

 

রোহিঙ্গা নেতারা তাদের নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। বলেন, ক্যাম্পে কিছু সন্ত্রাসী তাদের ঘুম হারাম করেছে।

 

র‍্যাবের মহাপরিচালক ব্যারিস্টার মো. হারুন অর রশিদ বলেন, রোহিঙ্গারা আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করলে দ্রুত অপরাধ নিয়ন্ত্রণ হবে। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কাজ করছে সরকার।

 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো. ইকবাল, সহ-অধিনায়ক আরেফিন জুয়েল, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

 

পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট