চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

পটিয়া বিজনেস প্লাটফর্মের ঈদ পুনর্মিলনী

অনলাইন ডেস্ক

২৯ জুন, ২০২৪ | ৪:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলার অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান পটিয়া বিজনেস প্লাটফর্মের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ জুন) বিকেলে পটিয়ার একটি রেস্টুরেন্টে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপিত হয়েছে।

 

পটিয়া বিজনেস প্লাটফর্মের প্রতিষ্ঠাতা এডমিন এম.ডি রুবেল ও নাফিজ করিম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ডা. এমদাদুল হাসান, উপজেলা কৃষক লীগের আহবায়ক  সৈয়দ নুরুল আবছার, ব্যবসায়ী আবসার উদ্দিন, সাংবাদিক কাউছার আলম, আল শাকরা ডায়াগনস্টিক সেন্টারের কো-চেয়ারম্যান নাজনা আকতার, মীর আবুল হোসেন মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ মীর এরশাদুল রহমান, পটিয়া থানার সহকারী উপপরিদর্শক এনায়েত, এপেক্স ক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মিয়া হাসান, সমাজ সেবক জাহাঙ্গীর আলম চৌধুরী, দিশা ট্রাস্টের সভাপতি আবু ইউসুফ পিংকু, ছৈয়দ তালুকদার খোকন, উদ্যোক্তা রাজিয়া সুলতানা, পটিয়া বিজনেস প্লাটফর্মের মডারেটর সারমিন রিমা, নিশা, লিপি ও রেশমীসহ আরো অনেকেই। অনুষ্ঠানে সিঙ্গার, বার্জার, সিটি মার্ট শপিং মলসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, অনলাইনে এখন হাজার হাজার উদ্যোক্তা প্রতিষ্ঠান তৈরি হয়েছে। তাদের মধ্যে টিকে থাকতে হলে, প্রতিযোগিতায় সফল হতে হলে, ব্যতিক্রমী কিছু করার চেষ্টা করতে হবে। তাহলে মানুষ সহজেই যেমন সেটা মনে রাখতে পারবে। আবার ব্যবসার ধরণের সঙ্গে সঙ্গতিপূর্ণ হলে সেটা তাদের প্রয়োজনের সঙ্গেও মিলে যাবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট