চট্টগ্রামের ফৌজদারহাটে যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তবে তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
আহতরা হলেন- নোয়াখালীর বেগমগঞ্জ থানার মো. মোস্তফার ছেলে মো. আরিফ (৩০), কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আব্দুল রাজ্জাকের ছেলে আব্দুল মেতালেব (৫২) ও ফেনীর সোনাগাজী থানার কমল চন্দ্র নাথের ছেলে স্বপ্না রানী (৪৯)।
শনিবার (২৯ জুন) সকাল ৯টায় ফৌজদারহাটের ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক। তিনি জানান, আজ সকাল ৯টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে গেছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ