চট্টগ্রাম সোমবার, ০১ জুলাই, ২০২৪

আনোয়ারায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

আনোয়ারা সংবাদদাতা

২৮ জুন, ২০২৪ | ৮:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে বারখাইন ইউনিয়ন বিএনপি।

 

শুক্রবার (২৮ জুন) বিকেলে উপজেলা কালাবিবির দীঘি এলাকার একটি মাদ্রাসায় এই মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এ সময় বিএনপি নেতা সলিমুল্লাহ খাঁন, সাবেক যুগ্ন আহ্বায়ক শফিউল আলম, বিএনপি নেতা আখতার নবী চৌধুরী, রফিকুল ইসলাম খোকা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আবছার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নঈম উদ্দিন, বিএনপি নেতা লোকমান সওদাগর, কৃষক দল নেতা এম হাসান আলী, কায়ছার শামসু, বাবু রবিউল, এমদাদ ফরহাদ, গিয়াস ফেরদৌস, আজিজ, ইলিয়াছ, শাহাজানসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়।

 

 

পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট