চট্টগ্রাম সোমবার, ০১ জুলাই, ২০২৪

সর্বশেষ:

কক্সবাজারে লাইট হাউস থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কক্সবাজার সংবাদদাতা

২৮ জুন, ২০২৪ | ৪:৪০ অপরাহ্ণ

কক্সবাজার শহরের ১২ নম্বর ওয়ার্ডের লাইট হাউস এলাকায় নিজ ঘর থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জয়নাব কাসেম জেসি (২৮) মেহেদী হাসানের দ্বিতীয় স্ত্রী।

 

শুক্রবার (২৮ জুন) সকাল সাড়ে ১১টায় লাইট হাউস পাড়ার নিজ ঘর থেকে জেসির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

 

স্থানীয়রা জানান, তার দুই স্ত্রী লাইট হাউজ পাড়ার ওই বাড়িতেই থাকেন। তবে তার আত্মহত্যার বিষয়টি এখনো বিস্তারিত জানা যায় নি।

 

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান পূর্বকোণকে জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বোঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। এ ঘটনায় তার স্বামী মেহেদী হাসানকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট