চট্টগ্রাম সোমবার, ০১ জুলাই, ২০২৪

সর্বশেষ:

কাপ্তাইয়ের ‌‘মাদক সম্রাজ্ঞী’ ফুলবানু গাঁজাসহ ধরা

কাপ্তাই সংবাদদাতা

২৮ জুন, ২০২৪ | ৪:০৮ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই নতুনবাজার থেকে আলোচিত মাদক সম্রাজ্ঞী ফুলবানু বেগম (৫০) ফের গাঁজাসহ গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার ফুলবানু নতুনবাজার ঢাকাইয়া কলোনির শামসুল আলমের স্ত্রী।

 

বৃহস্পতিবার (২৭ জুন) রাতে কাপ্তাইয়ের ৫ নম্বর ওয়ার্ডের নতুনবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, নতুনবাজার এলাকায় মাদক বিক্রির খবর পেয়ে বৃহস্পতিবার রাতে অভিযান চালানো হয়। এ সময় ২০০ গ্রাম গাঁজাসহ ফুলবানুকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

 

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, আলোচিত মাদক কারবারি ফুলবানুর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। আজ (শুক্রবার) তাকে রাঙামাটি আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট