চট্টগ্রাম রবিবার, ৩০ জুন, ২০২৪

সর্বশেষ:

বোয়ালখালীতে অটোরিকশায় বিদ্যুৎস্পৃষ্ট স্কুলছাত্রী

নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী

২৭ জুন, ২০২৪ | ৮:২৪ অপরাহ্ণ

বোয়ালখালীতে অটোরিকশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে উম্মে হাবিবা আলিফা (১১) নামে চতুর্থ শ্রেণির এক ছাত্রী। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আলিফা উপজেলার সারোয়াতলী ইউনিয়নের খিতাপচর গ্রামের অহিদুল আলমের মেয়ে। সে খিতাপচর ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।

জানা গেছে, বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে মক্তবে যাওয়ার জন্য পাশের ঘরের সহপাঠীকে ডাকতে যায় আলিফা। এ সময় ঘরের পাশে একটি অটোরিকশার ব্যাটারিতে চার্জের জন্য বৈদ্যুতিক সংযোগ লাগানো ছিলো। আলিফা রিকশাটির সংস্পর্শে আসলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. হাসিব বলেন, তড়িতাহত উম্মে হাবিবাকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে তাকে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত।

আলিফার বাবা জানান, সকালে আমরা ঘুমে ছিলাম। মেয়ে মক্তবে যাওয়ার জন্য সহপাঠীকে ডাকতে গেলে এ দুর্ঘটনা ঘটেছে।

পূর্বকোণ/পূজন/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট