চট্টগ্রাম রবিবার, ৩০ জুন, ২০২৪

সর্বশেষ:

আমিরাতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাঙ্গুনিয়া প্রবাসীর মৃত্যু

ইউএই প্রতিনিধি

২৭ জুন, ২০২৪ | ৬:৪৫ অপরাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিপ্লব শীল (৩৭) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরফভাটা ক্ষেত্রবাজার এলাকার হিরমল শীলের ছেলে।

বৃহস্পতিবার (২৭ জুন) সকালে আমিরাতের উম্ম আল কুইয়েনে তিনি মারা যান।

জানা গেছে, বিপ্লব শীল গত ১৯ জুন ডায়াবেটিস, কিডনি সংক্রমণসহ নানা রোগে আক্রান্ত হিয়ে উম্মুল কুয়েইনের শেখ খলিফা জেনারেল হাসপাতালে ভর্তি হন। এরই মধ্যে তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন এবং আজ সকালে মৃত্যুবরণ করেন। বর্তমানে তার লাশ উম্মুল কুয়েইন শেখ খালিফা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে তার লাশ দেশে পাঠানো হবে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট